Press



PN No Press Body Date Attachment
#2024056 বিজ্ঞপ্তি ২০-০৫-২০২৪
এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (EDAS) এস এস সি ও দাখিল পরীক্ষায় যারা ভাল ফলাফল অর্জন করেছে তাদের নিয়ে আগামী ২৫ মে থেকে ৩ জুন ১০ দিনব্যাপী প্রি-কলেজ স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। উক্ত প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য কুরআন প্রশিক্ষণ, ইংরেজি ভাষার ক্লাস, কম্পিউটার ক্লাস, বিভিন্ন প্রতিযোগিতা, দক্ষতার সেশন,শিক্ষা ভ্রমণ অন্তর্ভুক্ত থাকবে। আগ্রহীদের ২৪ মে ২০২৪ এর মধ্যে নিচের মেইলে আবেদনপত্র পাঠাতে অনুরোধ জানানো যাচ্ছে। Edasbd2019@gmail.com
23-May, 2024

No Attachment

Improve and help to build something amazing for humanity